মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা :
গতকাল বাজিতপুর উপজেলার ২ ইউনিয়নে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের দক্ষিণ কৈকুড়ি গ্রামের আবু বাক্কারের স্ত্রী রেজিয়া খাতুন (৫৬) ও অপরজন দিলালপুর ইউনিয়নের বাহের নগর গ্রামের মঞ্জিল মিয়ার ছেলে স্বপন (১৭)।
স্থানীয়দের সাথে প্রতিনিধির ফোন আলাপে জানা যায়, বাজিতপুরের পিরিজপুর ইউনিয়নের দক্ষিণ কৈকুড়ি গ্রামের রেজিয়া খাতুন মাঠ থেকে গরু আনতে গিয়ে ও দিলালপুর ইউনিয়নের বাহের নগর গ্রামের স্বপন মিয়া জমিতে ধান কাটার কাজ করার সময় নিহত হন।