নিজস্ব প্রতিবেদক ।।
১২ মে নেত্রকোনা জেলাধীন খালিয়াজুরী উপজেলা পর্যায়ে পালিত হয় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬। দেশের প্রতিটি মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসার শ্রেষ্ঠ শ্রেণীশিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানগনের কাজের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত হয়। মেধাবী ও শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান রয়েছে এমন শ্রেণীশিক্ষক ও প্রধান শিক্ষকগণকে মূল্যায়ন করাই জাতীয় শিক্ষা সপ্তাহের লক্ষ্য।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, খালিয়াজুরী উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী পাঠদান করেন এমন শিক্ষকদের মধ্য থেকে অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা, অভিভাবকদের সাথে সহযোগিতা, শিক্ষার্থী, সহকর্মী, ডিজিটাল কনটেন্ট তৈরি, মাল্টিমিডিয়র ওপর দক্ষতা ও অপরাপর যোগ্যতা যাচাইয়ে মোহাম্মদ কবীর হোসেনকে শ্রেষ্ঠ শ্রেণীশিক্ষক নির্বাচিত করা হয়। বর্তমানে তিনি আব্দুল জব্বার রাবেয়া খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, কৃষ্ণপরে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। জানা যায়, তিনি ১৯৯৮ সালেও উপজেলার শ্রেষ্ঠ শ্রেণীশিক্ষক নির্বাচিত হয়েছিলেন।