কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা ।।
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের অজপাড়া নোয়াগাও গ্রামস্থ লায়ন মুজিব-মুনা গার্লস হাই স্কুলে ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ পাস করায় আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৪ মে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঢাক, ঢোল ও সানাই বাজিয়ে আনন্দ র্যালীটি বিদ্যালয় চত্বর থেকে শুরু হয়ে গ্রামের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ে এসে শেষ হয়। র্যালীতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক প্রতিনিধি ও ছাত্রীরা অংশগ্রহণ করেন। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইয়াছিন খন্দকারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে গত বৃহস্পতিবার ১২ মে দুপুরে বিদ্যালয়ের ছাত্রীরা আনন্দ উল্লাস করে কৃতি ছাত্রীদের মিষ্টি মুখ করায়। আনন্দ উল্লাসে যোগ দেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্ধ।
জানা যায়, স্থানীয় দানবীর আলহাজ্ব লায়ন মোঃ মুজিবুর রহমান (এম.জে.এফ) ও তার সহধর্মিনী লায়ন আমেনা ফেরদৌসী মুনা তাদের নামে ২০১০ সালে প্রতিষ্ঠিত লায়ন মুজিব-মুনা গার্লস হাই স্কুল থেকে এই প্রথম এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ পাস করায় সকলের মাঝে আনন্দের জোয়ার বইতে থাকে। ২০১৩ ও ২০১৪ সালে জেএসসি পরীক্ষায় ওই বিদ্যালয় উপজেলায় প্রথম স্থান অধিকার করে এবং ২০১৫ সালের জেএসসি পরীক্ষায় ২য় স্থান অধিকার করে। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব লায়ন মোঃ মুজিবুর রহমান (এম.জে.এফ) বিদ্যালয়ের শতভাগ পাসের সংবাদ পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইয়াছিন খন্দকারসহ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি ও ছাত্রীদের প্রানঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান।