নিজস্ব প্রতিবেদক ।।
সাঁতারকে এগিয়ে নেয়ার জন্য বাংলাদেশ সুইমিং ফেডারেশন কর্মসূচি গ্রহণ করেছে। অতি সম্প্রতি ভারতের এস এ গেমসে বাংলাদেশের সাঁতারুরা ০২ টি স্বর্ণ পদক সহ মোট ১৭টি পদক অর্জন করে বিদেশের মাটিতে দেশের সুনাম বয়ে এনেছে। এরই ধারাবাহিকতায় সাঁতারকে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেয়ার জন্য বাংলাদেশ সুইমিং ফেডারেশনের তত্ত্বাবধানে দেশের “সেরা সাতারুর খোঁজে বাংলাদেশ” শীর্ষক কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এ কর্মসূচিতে বাংলাদেশের ৬৪ জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান সেরা সাঁতারু খুঁজে বের করা হবে।
বয়সভিত্তিক ৪টি গ্রুপে (১৮ বছর ও তদূর্ধ্ব, ১৫–১৭ বছর, ১৩–১৫ বছর এবং ১১–১২ বছর) বালক–বালিকা বাছাই করা হবে। প্রথম পর্যায়ে ৪টি গ্রুপে উপজেলাভিত্তিক ১২ জন করে ৪৮ জন সাঁতারু নির্বাচন করা হবে। এরপর ফেডারেশনের মাধ্যমে জেলাভিত্তিক ১ দিন করে ৬৪টি জেলা হতে ৮২০ জন সাঁতারু নির্বাচন করা হবে। প্রথম পর্যায়ের বাছাই পর্ব আগামি ১৯ মে থেকে শুরু হয়ে ০২ অক্টোবর পর্যন্ত চলবে। ২য় পর্যায়ের বাছাই পর্বে ৮২০ জনের মধ্যে ৪ দিন ব্যাপী বাছাই পর্ব চলবে। যেখান থেকে প্রতিযোগিতার মাধ্যমে ১৬০ জনকে বাছাই করা হবে। বাছাইকৃত ১৬০ জনকে নিয়ে ঢাকায় ৩ মাস প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে চূড়ান্ত প্রতিযোগিতায় ১৬০ জন হতে ৬০ জনকে বাছাই করা হবে। সেরা ৬০ জনকে নিয়ে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ প্রদান করা হবে। জেলাভিত্তিক বাছাইকৃত সাঁতারুদের অর্থ পুরস্কারের সাথে মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হবে। বিভিন্ন পর্যায়ে ৫০০/১০০০ টাকা থেকে শুরু করে জাতীয় পর্যায়ে সেরা ৮ জনকে ৫ লাখ টাকা পুরস্কারসহ সর্বমোট ৬৫ লাখ টাকা।
অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য ক্লিক করুন। প্রতিযোগী রেজিস্ট্রেশন ফরম পিডিএফ ডাউনলোড এই লিঙ্কে
রেজিস্ট্রেশন করতে কল করো : ০৯৬৭৮৮০০৭০০ নাম্বারে।
জেলাভিত্তিক প্রতিযোগিতার সময়সূচি
ঢাকা বিভাগ
ঢাকা ১৯ মে, মুন্সীগঞ্জ ২৪ মে, নারায়নগঞ্জ ২৫ মে, নরসিংদী ২৬ মে, কিশোরগঞ্জ ২৮ মে, নেত্রকোনা ২৯ মে, ময়মনসিংহ ৩০ মে, শেরপুর ৩১ মে, জামালপুর ০১ জুন, টাঙ্গাইল ০২ জুন, গাজীপুর ০৪ জুন, মানিকগঞ্জ ১৬ জুলাই, রাজবাড়ী ১৭ জুলাই, ফরিদপুর ১৮ জুলাই, শরীয়তপুর ১৯ জুলাই, মাদারীপুর ২০ জুলাই, গোপালগঞ্জ ২১ জুলাই।
বরিশাল বিভাগ
ভোলা ২৩ জুলাই, পটুয়াখালী ২৫ জুলাই, বরগুনা ২৬ জুলাই, বরিশাল ২৭ জুলাই, ঝালকাঠি ২৮ জুলাই, পিরোজপুর ৩০ জুলাই।
খুলনা বিভাগ
বাগেরহাট ৩১ জুলাই, সাতক্ষীরা ০১ আগস্ট, খুলনা ০২ আগস্ট, নড়াইল ০৩ আগস্ট, যশোর ০৪ আগস্ট, মাগুরা ০৬ আগস্ট, ঝিনাইদহ ০৭ আগস্ট, চুয়াডাঙ্গা ০৮ আগস্ট, মেহেরপুর ০৯ আগস্ট, কুষ্টিয়া ১০ আগস্ট।
রাজশাহী বিভাগ
পাবনা ১১ আগস্ট, সিরাজগঞ্জ ১৩ আগস্ট, নাটোর ১৪ আগস্ট, বগুড়া ১৬ আগস্ট, জয়পুরহাট ১৭ আগস্ট, নওগাঁ ১৮ আগস্ট, চাপাইনবাবগঞ্জ ২০ আগস্ট, রাজশাহী ২১ আগস্ট।
রংপুর বিভাগ
গাইবান্ধা ২২ আগস্ট, রংপুর ২৩ আগস্ট, কুড়িগ্রাম ২৪ আগস্ট, লালমনিরহাট ২৭ আগস্ট, নীলফামারী ২৮ আগস্ট, দিনাজপুর ২৯ আগস্ট, ঠাকুরগাঁও ৩০ আগস্ট, পঞ্চগড় ৩১ আগস্ট।
চট্টগ্রাম বিভাগ
কুমিল্লা ০৩ সেপ্টেম্বর, চাঁদপুর ০৪ সেপ্টেম্বর, লক্ষীপুর ০৫ সেপ্টেম্বর, নোয়াখালী ০৬ সেপ্টেম্বর, ফেনী ০৭ সেপ্টেম্বর, কক্সবাজার ২১ সেপ্টেম্বর, বান্দরবান ২২ সেপ্টেম্বর, চট্টগ্রাম ২৪ সেপ্টেম্বর, খাগড়াছড়ি ২৫ সেপ্টেম্বর, রাঙ্গামাটি ২৬ সেপ্টেম্বর, বি-বাড়িয়া ২৭ সেপ্টেম্বর।
সিলেট বিভাগ
হবিগঞ্জ ২৮ সেপ্টেম্বর, সুনামগঞ্জ ২৯ সেপ্টেম্বর, সিলেট ০১ অক্টোবর, মৌলভীবাজার ০২ অক্টোবর।
উল্লেখ্য, প্রতিযোগিতা চলাকালীন মাহে রমজান ও ঈদ-উল-ফিতর এর ছুটি উপলক্ষে ৫ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত এই কার্যক্রম বন্ধ থাকবে। ঈদ-উল-আযহার ছুটি উপলক্ষে ৮ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে।
এছাড়াও এই প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানতে লগইন করুন : www.sherashataru.com