কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় মাদকাসক্ত স্বামী সিদ্দিক মিয়ার ছুরির আঘাতে ময়না বেগম (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
রোববার (১৫ মে) বিকেল ৩টার দিকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার কৈলাগ ইউনিয়নের কুকড়ারাই গ্রামের সিদ্দিক মিয়া মাদকসেবন করে প্রায় সময় স্ত্রী ময়না বেগমকে মারধর করতেন। সকালে সিদ্দিক মিয়া মাদকাসক্ত অবস্থায় স্ত্রীকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় ময়নাকে উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন মোল্লা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
সূত্র : বাংলানিউজ