কিশোরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ

Kishoreganj oath sadar

কিশোরগঞ্জ সংবাদদাতা ।।
কিশোরগঞ্জ সদর উপজেলার ১১টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সদর উপজেলা পরিষদ হলরুমে রোববার ১৫ মে সকালে চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস। এরপর ১৩২ জন মেম্বারকে শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসের বেগ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জহুরুল ইসলাম।

এসময় জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল, শিক্ষাবিদ অধ্যাপক প্রাণেশ কুমার চৌধুরী, জেলা সুজনের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম খান, জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরীফ আহমেদ সাদী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, কামরুন্নাহার লুনা, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার অ্যাডভোকেট মতিউর রহমান, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন। প্রথম ধাপে গত ২২ মার্চ এখানে নির্বাচন অনুষ্ঠিত হয়।

Kishoreganj oath sadar
কিশোরগঞ্জ সদরের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করাচ্ছেন জেলা প্রশাসক মো: আজিমুদ্দিন বিশ্বাস

এখানে ১১টি ইউনিয়নের মধ্যে সাতটিতে আওয়ামীলীগ থেকে, দু’টিতে বিএনপি থেকে আর দু’টিতে স্বতন্ত্র চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আওয়ামীলীগের চেয়ারম্যানগণ হলেন বিন্নাটি ইউনিয়নে মো. আজহারুল ইসলাম, বৌলাই ইউনিয়নে মো. আওলাদ হোসেন, চৌদ্দশত ইউনিয়নে এবি ছিদ্দিক খোকা, মারিয়া ইউনিয়নে মো. মজিবুর রহমান, কর্শাকড়িয়াইল ইউনিয়নে মো. বদর উদ্দিন, দানাপাটুলি ইউনিয়নে মো. সাখাওয়াত হোসেন দুলাল ও মহিনন্দ ইউনিয়নে মো. মনসুর আলী। বিএনপি থেকে নির্বাচিত চেয়ারম্যানগণ হলেন রশিদাবাদ ইউনিয়নে মো. ইদ্রিছ মিয়া ও মাইজখাপন ইউনিয়নে মো. রোকনউদ্দিন ভূঁইয়া। স্বতন্ত্র চেয়ারম্যানগণ হলেন যশোদল ইউনিয়নে ইমতিয়াজ সুলতান রাজন ও লতিবাবাদ ইউনিয়নে মো. শহীদুল ইসলাম।

Similar Posts

error: Content is protected !!