আমাদের নিকলী ডেস্ক ।।
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। তিনি হলেন উপজেলার কাস্তুল ইউনিয়নের বিএনপি মনোনীত প্রার্থী মো. আব্দুস সাত্তার।
গত রোববার ১৫ মে সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহসীন উদ্দিন এ জরিমানা করেন। তিনি জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে ওই প্রার্থী মিছিল করার দায়ে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উল্লেখ্য, অষ্টগ্রামের ছয় ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ মে।
সূত্র : বাংলানিউজ