নিজস্ব প্রতিবেদক ।।
নেত্রকোনা জেলার খলিয়াজুরীর কৃষ্ণপুর গ্রামের অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি হাজী উসমান গনি (বলু মিয়া) গত রাত ৩.০০টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, তিন কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
মরহুমের বড় সন্তান জাকারিয়া উসমানী জানান, তিনি কৃষ্ণপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। ন্যায় বিচারক হিসেবে মানুষের মন জয় করেছিলেন। কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। কৃষ্ণপুর আলীম মাদ্রাসা, কৃষ্ণপুর বাজার মসজিদসহ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার সাথে জড়িত ছিলেন। এলাকায় তিনি অত্যন্ত ধৈর্য্য ও সহনশীল লোক হিসেবে পরিচিত ছিলেন। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি সমাজসেবায় নিয়োজিত ছিলেন।
আজ বিকাল বিকেলে কৃষ্ণপুর আলীম মাদ্রাসায় মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।