বগুড়ায় ঝড়ো হাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি

জি আর শিপন, বগুড়া সংবাদদাতা :
বগুড়া ও আশেপাশের এলাকায় আকস্মিক ঝড়ো হাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সোমবার ১৬ মে সন্ধ্যা ৬টায় আকস্মিক এ ঝড়ো হাওয়ায় বগুড়ার পৌর পার্কের প্রায় অর্ধশতাধিক গাছপালা ভেঙে রাস্তায় পড়ে যায়।

এছাড়াও নামাজগড় ও কানছগাড়ির বেশ কয়েকটি দোকানের চালা উড়িয়ে নিয়ে যায়। ঝড়ে উড়ে যায় প্যানা জাতীয় বড় বড় বিলবোর্ড, ব্যানার ও রৌদ্রছায়া নিবারণ  ঝুলান্ত কাপড়। গাছের ডালপালা ভেঙে বিদ্যুতের তারের ওপর পড়ে বর্তমানে পুরো বগুড়া অন্ধকারে আছন্ন। চরম দুর্ভোগে বগুড়াবাসী। এ রিপোর্ট লেখা পর্যন্ত অন্ধকারে এলাকাবাসী রাস্তা থেকে ভেঙে পরা ডালপালা সরানোর চেষ্টা করছিল।

Similar Posts

error: Content is protected !!