নিকলী-বাজিতপুরের সাবেক এমপি মঞ্জুর ১ম মৃত্যুবার্ষিকী আজ

mojibur rahman monju

বাজিতপুর সংবাদদাতা ।।
নিকলী-বাজিতপুর (কিশোরগঞ্জ-০৫) আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব মজিবুর রহমান মঞ্জুর ১ম মৃত্যুবার্ষিকী আজ। গত বছরের ১৮ মে সোমবার তিনি ৬৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন। রাজনৈতিক জীবনাদর্শনে সাধারণ ওয়ার্ড মেম্বার থেকে চেয়ারম্যান ও চেয়ারম্যান থেকে নিকলী-বাজিতপুরবাসীর জনসমর্থনে দুই-দুইবারের সংসদ সদস্য নির্বাচিত হওয়া মরহুম মজিবুর রহমান মঞ্জু ছিলেন একজন সহজ সরল ব্যক্তি।

mojibur rahman monju

উল্লেখ্য, ১৯৯৬ থেকে ২০০৬ দীর্ঘ দশ বছর মজিবুর রহমান মঞ্জু ছিলেন নিকলী-বাজিতপুরের অন্যতম প্রভাবশালী নেতা। সাধারণ ওয়ার্ড মেম্বার থেকে এমপি হয়ে ওঠা মঞ্জুর রাজনীতিতে পথচলাটা ছিল অকল্পনীয়। ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে অধ্যাপক আব্দুর রশীদ, মুসলেহ উদ্দিন আহমদ, ছানাউল্লাহ মিয়া ও আবদুল্লাহ বুরহান কুফিয়াকে পেছনে রেখে ধানের শীষে নমিনেশন পেয়ে তিনি কিশোরগঞ্জ-০৫ আসন থেকে নির্বাচন করেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামীলীগের আলাউল হক। ভোটযুদ্ধে মজিবুর রহমান মঞ্জু জয়ী হন। পরবর্তীতে ২০০১ সালের নির্বাচনে দলের নেতা-কর্মীদের ভালোবাসায় আবার নমিনেশন পান তিনি। এবং নিকলী-বাজিতপুরবাসীর ভোটে দ্বিতীয়বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

Similar Posts

error: Content is protected !!