মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা ।।
কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার ১১টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। বাজিতপুর উপজেলা পরিষদ (নান্দিনা) অডিটোরিয়াম হলরুমে আজ বুধবার ১৮ মে দুপুর ১২টার দিকে চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস। চেয়ারম্যানদের পর ১১ ইউনিয়নের নবনির্বাচিত মেম্বারদের শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.জেড.এম শারজিল হাসান।
উল্লেখ, ২য় ধাপে গত ৩১ মার্চ বাজিতপুরে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। ১১টি ইউনিয়নের মধ্যে সাতটিতে আওয়ামীলীগ, ৩টিতে বিএনপি আর ১টিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হন। নবনির্বাচিত চেয়ারম্যানগণ হলেন : দিঘিরপাড় ইউনিয়নে মো. ফারুক, পিরিজপুর ইউনিয়নে মো. জাফর ইকবাল জুয়েল, মাইজচর ইউনিয়নে মো. তৈয়বুর রহমান, গাজিরচর ইউনিয়নে মো. জুয়েল মিয়া, হিলচিয়া ইউনিয়নে মাজহারুল ইসলাম নাহিদ, দিলালপুর ইউনিয়নে গোলাম কিবরিয়া নোভেল, বলিয়াদী ইউনিয়নে মো. শফি উদ্দিন, কৈলাগ ইউনিয়নে মো. গোলাম কিবরিয়া স্বাধীন, সরারচর ইউনিয়নে মো. মহসিন মিয়া, হালিমপুর ইউনিয়নে মো. কাজল ভূঁইয়া, হুমাইপুর ইউনিয়নে মো. মানিক মিয়া।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপজেলার রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দসহ সরকারি কর্মকতা-কর্মচারী, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।