কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা ।।
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ৯টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যগণ শপথগ্রহণ করেছেন।
কটিয়াদী উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার ১৮ মে উপজেলা হল রুমে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আজিম উদ্দিন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার মো. জহিরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আ. ওয়াহাব আইন উদ্দিন, ভাইস-চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল ও সাথী বেগম।
৯জন চেয়ারম্যান, ৮১ জন সদস্য ও ২৭ জন সংরক্ষিত মহিলা সদস্য শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণকারী ইউপি চেয়ারম্যানগণ হচ্ছেন : বনগ্রাম- কামাল হোসেন মিলন, সহশ্রাম ধূলদিয়া-আবুল কাশেম আকন্দ, করগাঁও-শরাফত লস্কর পারভেজ, চাঁন্দপুর-মাহতাব উদ্দিন, মুমুরদিয়া-মো. সৈয়দুজ্জামান, আচমিতা-মাহবুবুর রহমান বাচ্চু, মসূয়া-মো. ইদ্রিছ আলী, লোহাজুরী-মো. আতাহার উদ্দিন ভূঞা রতন ও জালালপুর ইউনিয়নে মো. হাবিবুর রহমান রুস্তম।