নিজস্ব প্রতিবেদক ।।
শ্রদ্ধা ভালবাসায় সিক্ত হয়ে সহস্রাধিক মুসল্লির অংশগ্রহণে অনুষ্ঠিত হলো দৈনিক প্রতিদিনের বাণী এবং অনলাইন নিউজ পোর্টাল আমাদের নিকলী ও নিরাপদ নিউজের লাখাই প্রতিনিধি মহসিন সাদেকের পিতা ডাঃ ছাআদত আলীর নামাজে জানাজা। গত সোমবার সকাল ৯ টায় উপজেলা বুল্লায় হযরত শাহ বায়েজিদ (ইয়মনী) রাঃ মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত নামাজে জানাজা শেষে মাজার সংলগ্ন স্থানে কবরস্থ করা হয়।
নামাজে জানাজা শুরুর আগে সামছুল আলম সমসুর সঞ্চালনায় মরহুমের স্মৃতিচারণ করেন এলাকার বিশিষ্ট মুরুব্বি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক, প্রফেসার শফিকুল ইসলাম জজ মিয়া, আঃ আওয়াল তালুকদার, এডভোকেট সালেহ আহম্মদ, এডভোকেট হাফিজুল ইসলাম, মাওঃ মুহতাছিম বিল্লাহ মাসুম, ডাঃ আঃ নুর, প্রধান শিক্ষক আঃ রহমান, মাওলানা নুরুল হুদা, সাংবাদিক বিল্লাল আহম্মদ, মাওলানা সুহায়েল আহম্মদ। এছাড়া জানাজায় উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, নেতৃস্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বর্ণাঢ্য জীবনের অধিকারী ডাঃ ছাআদত আলীর জীবন শিক্ষকতার মাধ্যমে শুরু হলেও পরবর্তীতে উপমহাদেশের শ্রেষ্ঠ হোমিওবিজ্ঞানী ডাঃ চন্ডিপদ চক্রবর্তীর প্রধান সহকারী হিসাবে দীর্ঘকাল অতিবাহিত করে সুদীর্ঘ ৫৩ বছর প্রত্যন্ত গ্রামীণ জনপদে হোমিও চিকিৎসা সেবা প্রদান করে আসছিলেন। এক সময়ের তুমুল ফুটবলার ছাআদত আলী শেরে বাংলা ফজলুল হক, ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম, বাংলার কালো মানিক মাওলানা আশরাফ আলীসহ খ্যাতনামা ব্যক্তিবর্গের সংস্পর্শ লাভ করেন। উল্লেখ্য গত ১৫ মে রোজ রোববার বিকাল ৫ টায় তিনি ইন্তেকাল করেন।