নিজস্ব প্রতিবেদক ।।
সংসারে অনটনের কারণে বাকপ্রতিবন্ধী কন্যা অজুফাকে (১৮) নয়াটুলা, মগবাজার, ঢাকায় সুফিয়া খানম নামে একজনের বাসায় কাজে পাঠান। গত ২২ মার্চ ২০১৬ খুব ভোরে মালিকের বাসা থেকে মেয়েটি নিখোঁজ হয়। একই দিন রমনা মডেল থানায় একটি জিডি করা হয় নং-১৪২২, তারিখ ২২/০৩/২০১৬ খ্রিঃ। বাড়ি নেত্রকোনা জেলার খালিয়াজুরীর কল্যাণপুর গ্রামে। বাবা দরিদ্র শ্রমিক কামাল মিয়া।
মেয়েটির পিতা বলেন, সাংসারিক অভাবের তাড়নায় মেয়েটাকে কাজে পাঠিয়েছিলাম। কিন্তু গত ২২ মার্চ ২০১৬ দুপুরে বাড়ির মালিক আমাকে ফোন করে বলেন, আপনার মেয়েকে খোঁজে পাওয়া যাচ্ছে না। আমি সাথে সাথে অজ্ঞান হয়ে যাই। পরদিন ঢাকা গিয়ে বাসার মালিকের সাথে দেখা করলে, থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে আমাকে জানায়। আমার মেয়েকে খোঁজে বের করে দিবেন বলে জানান। দুই মাস হয়ে গেলেও মেয়েকে পাইনি। আমার স্ত্রী মেয়ের জন্য পাগলের মতো হয়ে গেছে। আমার ধারণা মালিক আমার বোবা মেয়েটির প্রতি দুর্ব্যবহারের কারণেই এ অবস্থা হয়েছে। মেয়েকে আমার বুকে ফেরত পেতে চাই।
বাসার মালিক সুফিয়া খানমের সাথে ফোনে কথা বলে জানা যায়, ভোরে ঘুম থেকে উঠে কাজের মেয়েটাকে না পেয়ে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করি। না পেয়ে মেয়ের বাবাকে ফোন করি এবং রমনা মডেল থানায় একটি জিডি করি। আমি মেয়েমানুষ। বাসায় একা; তারপরও খোঁজে পেতে চেষ্টার কোনো ত্রুটি করছি না।
রমনা মডেল থানার এস.আই আবুল কালাম আজাদের কাছে ফোন করলে তিনি প্রথমে পরে কথা বলার জন্য বললেও সাংবাদিক পরিচয় পেলে কথা বলতে রাজি হয়ে জানান, পুলিশ সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে। সমস্যা হলো মেয়েটি বোবা। মোবাইল ফোন ব্যবহার করতে জানে না। মেয়েটিকে তার বাবা-মায়ের হাতে তুলে দেয়ার জন্য আমরাও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এবং সারাদেশে রেডিও বার্তা প্রেরণ করা হয়েছে।