নিজস্ব প্রতিবেদক ।।
ঘূর্ণিঝড় রোয়ানের প্রভাবে হাওরের পানি বেড়েছে। শুক্র ও শনি দুই দিন যাবত হালকা ঝড়ো বাতাস আর টিপ টিপ বৃষ্টিতে নিকলী উপজেলার খাল, বিল, নদী প্লাবিত হয়েছে। উপজেলার বড় হাওর, জোয়ানশাহী হাওর পানিতে প্লাবিত হয়েছে।
বর্ষার রূপ ধারণ করতে শুরু করেছে নিকলীর হাওর। নিকলী সদরের গোবিন্দপুর থেকে করগাঁও সড়কের মধ্যভাগ ডুবে গেছে। খবর পাওয়া গেছে, দামপাড়া থেকে সিংপুর রাস্তার ঝারিয়ার বন্দের সড়কও প্লাবিত হয়ে গেছে। আরো দু’ এক দিন বৃষ্টি হতে থাকলে রাস্তা ডুবে যেতে পারে। এরপর দামপাড়া থেকে সিংপুর নৌপথে চলাচল শুরু হতে পারে।