কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা ।।
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির উদ্যোগে শনিবার ২১ মে স্বপ্নকুঞ্জ কমিউিনিটি সেন্টারে ৯৬ জন দলিল লেখকের দিনব্যাপী প্রশিক্ষণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি মোঃ কুতুব উদ্দিন। আলোচনায় অংশগ্রহণ করেন, সাধারণ সম্পাদক মোঃ ফয়েজ উদ্দিন ভূঞা, সহ-সভাপতি গোলাম মোস্তফা, সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বিল্লাল, মোঃ ফরিদ আহম্মদ খাঁন, সাংগঠনিক সম্পাদক ক্বারী শহিদুল হক, দপ্তর সম্পাদক সিরাজ উদ্দিন আহম্মদ বকুল, কোষাধ্য টুটুন সাহা, ধর্ম সম্পাদক আব্দুল মান্নান, সদস্য গোলাম ফারুক চাষী, মোঃ আবুল হাশেম, হাবিবুর রহমান রাসেল, মোঃ খায়রুল আমীন রুহুল প্রমুখ। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।