সিলেট নগরীতে কিলোমিটার প্রতি রিকশা ভাড়া ১০, ঘন্টায় ৫০ টাকা

আমাদের নিকলী ডেস্ক ।।
সিলেট নগরীতে রিকশা ভাড়া নির্ধারণ করে বিভিন্ন পয়েন্টে তালিকার বোর্ড লাগিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। নগরীর ৮টি স্থানে এ তালিকা টানানো হয়েছে বলে জানিয়েছেন সিসিকের নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব। তিনি জানিয়েছেন, পর্যায়ক্রমে ভাড়া নির্ধারণের তালিকার বোর্ড নগরীর ৫১টি পয়েন্টে লাগানো হবে। বাসস

২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে রিকসা ভাড়া নির্ধারণের জন্য একটি কমিটি গঠন করা হয়। সেপ্টেম্বর মাসে এ কমিটির সদস্যরা কউন্সিলরদের মতামতের ভিত্তিতে রিকশা ভাড়ার নতুন তালিকা নির্ধারণ করেন। তালিকায় প্রতি কিলোমিটার ১০ টাকা, প্রতি ঘণ্টা ৫০ টাকা নির্ধারণ করা হয়।

রিকশা ভাড়ার তালিকা সাঁটানোর দায়িত্বে থাকা সিলেট সিটি কর্পোরেশনের লাইসেন্স অফিসার মো. হেলাল উদ্দিন জানান, নগরীর ৫১টি পয়েন্টে রিকশা ভাড়ার তালিকা সাঁটানোর জন্য টেন্ডারের মাধ্যমে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়া হয়েছে। তারা কাজ করে যাচ্ছেন।

Similar Posts

error: Content is protected !!