আমাদের নিকলী ডেস্ক ।।
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঢাকার কিছু কিছু BRTC বাসে সংযোগ দেয়া হয়েছিলো ফ্রি WiFi-এর। এর ধারাবাহিকতা বজায় রাখতে এবার বাংলাদেশ রেলওয়ে যোগ করেছে রেলভ্রমণকারীদের জন্য ফ্রি WiFi সুবিধা।
দূরপাল্লার যাত্রিদের কথা বিবেচনায় রেখে সরকার ট্রেনে WiFi-এর ব্যবস্থা চালু করলেন। সেই সাথে উদ্বোধন করা হলো কিশোরগঞ্জবাসীর জন্যও। সম্প্রতি যারা এগারোসিন্ধুর ট্রেনে যাতায়াত করেছেন তাদের অনেকেই জানেন এগারো সিন্ধুর ট্রেনটি এখন সম্পূর্ণ WiFi জোনের আওতাধীন।
আপনার স্মার্ট ফোন, ট্যাব অথবা লেপটপটিকে সহজেই ইন্টারনেটে সংযোগ করতে পারবেন। কারণ যাত্রীদের সুবিধার্থে WiFi সংযোগটি সম্পূর্ণ খোলা রাখা হয়েছে। যাত্রা শুরুর পর থেকে যতোবার ইচ্ছা ইন্টারনেট সংযোগের মাধ্যমে কানেক্টেড থাকতে পারবেন।