মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।
বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের উত্তর মাছিমপুরে ডোবার পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার ২৪ মে বিকেলে এ দুর্ঘটনা ঘটে। ১ বছর ৪ মাস বয়সী নিহত শিশুর নাম রোহান। বাবার নাম মো. বকুল মিয়া।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, সমবয়সী শিশুদের সাথে জাম্বুরা দিয়ে খেলার সময় বাড়ির পাশের ডোবায় পরে যাওয়া জাম্বুরা আনতে গেলে রোহানও পড়ে যায়। পরবর্তীতে মস্তু মিয়া নামক এক লোক ডোবার পাশ দিয়ে পুকুরে গোসল করতে গেলে রোহানের ভাসমান লাশ দেখতে পান।