যারা জুতা পায়ে দেন তাদের বেশির ভাগেরই পায়ে দুর্গন্ধ হয়ে থাকে। এটি একটি বড় ধরনের সমস্যা। দুর্গন্ধের কারণে কোথাও গিয়ে পড়তে হয় বিড়ম্বনায়। পায়ের দুর্গন্ধ দূর করার সহজ একটি বিষয় জেনে নিন।
সাধারণত গরমের দিনে পা ঘেমে পায়ের দুর্গন্ধের সমস্যায় পড়ে থাকেন। আর এই দুর্গন্ধের কারণে আপনাকে নানাভাবে বিড়ম্বনায় পড়তে হয়। পায়ের গন্ধের কারণে কোথাও বা কোনো প্রোগ্রামে গেলে পড়তে হয় সমস্যায়। কারণ ওই প্রোগ্রামে যদি জুতা খোলার বিষয় থাকে তাহলেতো কোনো কথায় নেই। জুতা খোলার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় সেই দুর্গন্ধ।
জুতাতে দুর্গন্ধের কারণে অনেকেকে লজ্জিতও হতে হয়। কিন্তু এই সমস্যা থেকে রক্ষা পেতে বেশি কিছুর দরকার নেই। শুধুমাত্র ফেলনা চা পাতাই যথেষ্ট।
# ব্যবহৃত চা পাতা যেটিতে আপনি চা বানিয়ে খেয়েছেন সেই চা পাতায় পানি দিয়ে আবারও ফুটিয়ে লিকার করে নিন।
# এরপর এই লিকার কুসুম গরম থাকতে পায়ের পাতা ভিজিয়ে রাখুন অন্তত ২০ মিনিট।
# ইচ্ছে করলে কুসুম গরম পানিতে টী ব্যাগ দিয়েও এ কাজটি করতে পারেন। এটি নিয়মিত ব্যবহারে পায়ের দুর্গন্ধ সৃষ্টি হওয়া থেকে রেহাই পাবেন।
তখন আপনি দেখবেন পা ঘামলেও মোজায় বা পায়ে কােনো গন্ধ নেই। এভাবে পায়ের দুর্গন্ধ দুর করতে পারেন।