নিজস্ব প্রতিবেদক ।।
নিকলী উপজেলায় প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় মঙ্গলবার ২৪ মে। নিকলী খেলার মাঠে আয়োজিত আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপ ফুটবলের ফাইনালে নিকলী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে দক্ষিণ দামপাড়া প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলার একমাত্র গোলটি করে বিজয়ী দলের অধিনায়ক সাজেজুল।
টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন নিকলী-বাজিতপুরের সংসদ সদস্য আলহাজ আফজাল হোসেন। খেলাশেষে খেলোয়াড়দের তিনি পুরস্কার প্রদান করেন। তিনি বিজয়ী দলকে অভিনন্দন জানান। এবং রানার্স আপ দলকেও অভিনন্দন জানান ফাইনাল খেলাটিকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তোলার জন্য। এর আগে প্রধান অতিথি নিকলী মুক্তিযোদ্ধা পরিষদ ভবনের নির্মাণকাজ পরিদর্শন করেন। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি, উপজেলার মহিলা ভাইস-চেয়ারম্যানসহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ফাইনালের একমাত্র গোলটি করার পর খেলার শেষ পর্যায়ে বিজয়ী দল নিকলী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধিনায়ক সাজেজুল পায়ে আঘাত পেয়ে মাঠ ছাড়ে। পা মচকে যাওয়ার অবস্থাটা বেশ গুরুতর। এজন্য পায়ে ভর করে হাঁটতেও সমস্যা হচ্ছে। সাজেজুলের বাড়ি নিকলী সদর ইউনিয়নের পুকুরপাড়ে; বাবার নাম আবু মিয়া।
তার স্বজনরা জানালেন, খেলা শুরুর আগেও সব আলোচনার মধ্যমণি ছিলো দলের অধিনায়ক সাজেজুল। অথচ খেলাশেষে অসুস্থ হয়ে বাড়িতে পড়ে থাকলেও কেউ তার খোঁজ নিতে আসেনি। পুকুরপাড় গ্রামে সাজেজুলের পড়শি ক্রিকেটার শিহাব উদ্দিন অভিযোগ ও ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে নিজের ওয়ালে। তার স্ট্যাটাসের বক্তব্য ছিলো এমন, সে (সাজেজুল) দরিদ্র পরিবারের ছেলে বিধায় পরিবার যথাযথ চিকিৎসা দিতে পারছে না। ফাইনালের আগেও গুরুত্বপূর্ণ ছিলো সাজেজুল, অথচ অসুস্থ দরিদ্র খেলোয়াড়টির খোঁজ পর্যন্ত কেউ নিতে আসলো না!