সাম্প্রতিক সময়ে নানা কারণে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের শ্রম বাজার সঙ্কুচিত হয়ে পড়েছিল। সেটি পুনরুদ্ধারে কাজ করছে সরকার। আর এর অংশ হিসেবে আমিরাতে শ্রম বাজার সহজ হচ্ছে এমন আভাস পাওয়া গেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর এই বার্তা বয়ে আনছে বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যেই বাংলাদেশ হতে কর্মী নেওয়া আরও সহজ করতে আগামী বছরের শুরুতে ঢাকা দূতাবাসে একজন লেবার এ্যাটাশে নিয়োগ দে্ওয়ার কথা বলেছে সংযুক্ত আরব আমিরাত।
সংযুক্ত আরব আমিরাত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এসব উদ্যোগের বিষয়গুলো জানিয়েছেন। আগামী বছর অর্থাৎ ২০১৫ সালের শুরুতেই ঢাকায় তার দেশের দূতাবাসে একজন লেবার এ্যাটাশে নিয়োগের বিষয়টি তাদের বিবেচনায় এনেছেন বলে জানিয়েছেন তিনি। আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী রবিবার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে তার হোটেলে এই সৌজন্য সাক্ষাৎ করেন।
শ্রম বাজারের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ গত কয়েক বছর যাবত সৌদি আরবে বাংলাদেশের শ্রম বাজার একেবারে সঙ্কুচিত হয়ে পড়েছে।