নিকলীতে “ঋতুকালীন স্বাস্থ্য-পরিচর্যা দিবস” উদযাপন

plan international nikli4

নিজস্ব প্রতিবেদক ।।

প্রতিবছরের মতো এবারও ২৮ মে ২০১৬ বিশ্বব্যাপী “ঋতুকালীন স্বাস্থ্য-পরিচর্যা দিবস” উদযাপিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “Menstruation Matters to Everyone, Everywhere”। এ উপলক্ষে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর উদ্যোগে নিকলী উপজেলায় বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম বাস্তবায়ন করা হয়। শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের কিশোরী ছাত্রীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা, সংক্ষিপ্ত নাট্যভিনয়, মাসিক ঋতুকালীন স্বাস্থ্যভ্যাস পরিচর্যার বর্তমান অবস্থা ও সমস্যা বিষয়ক অভিজ্ঞতা বিনিময়, আলোচনা সভা প্রভৃতি প্রচারণামূলক কার্যক্রমের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিকলী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রওশন আরা আক্তার। দি হাঙ্গার প্রজেক্টের সমন্বয়কারী হ্যাপী আক্তার ও ওয়াশ রেজাল্ট প্রকল্পের ফেসিলিটেটর রীমা পালের সঞ্চালনায় শিক্ষার্থীদের সাথে অভিজ্ঞতা বিনিময় করেন সিনিয়র শিক্ষিকা বুলবুল নাহার, ফাতেমা খাতুন ও সালমা ঢালী। বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী কুইজ প্রতিযোগিতায় অংশ নেয় এবং বিভিন্ন ক্যাটাগরিতে ১২ জন বিজয়ী শিক্ষার্থীকে ঋতুকালীন স্বাস্থ্য-পরিচর্যার বিভিন্ন উপকরণ পুরস্কার হিসেবে প্রদান করা হয়।

plan international nikli4

অভিজ্ঞতা বিনিময়কালে উঠে আসে, গ্রামীণ জনগোষ্ঠীর নারীরা বিশেষ করে কিশোরী মেয়েদের অধিকাংশই ঋতুকালীন বিভিন্ন কাপড়ের অপরিচ্ছন্ন টুকরা বা নেকরা ব্যবহার করে এবং এগুলো যথাযথভাবে পরিস্কার বা শুকনো ছাড়াই পুনরায় ব্যবহার করা হয়। এ ধরনের ব্যবস্থাকে খুবই অস্বাস্থ্যকর আখ্যায়িত করে অনুষ্ঠানে উপস্থিত বক্তাগণ এগুলোকে জরায়ুতে টিউমার ও জরায়ু ক্যান্সারসহ নারীদের বিভিন্ন রোগের উল্লেখযোগ্য কারণ হিসেবে আখ্যায়িত করেন। বক্তারা বলেন, এটি স্রষ্টা প্রদত্ত একটি প্রাকৃতিক বিষয়, এটাকে লজ্জাজনক বা গোপনীয় বিষয় মনে করাই ঋতুকালীন স্বাস্থ্য পরিচর্যার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা। এ ব্যাপারে উপস্থিত কিশোরীদের অধিকতর সচেতনতা হওয়া এবং তাদের মাধ্যমে এ অঞ্চলের কিশোরী ও নারীদের মধ্যে ব্যাপক গণসচেতনতা সৃষ্টির ওপর আলোচকগণ বিশেষভাবে গুরুত্বারোপ করেন।

plan-international-nikli3

সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাফী উদ্দিন এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ওয়াশ কো-অর্ডিনেটর মোঃ ইকবাল হোসাইন। একটি জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ব্যতিক্রমধর্মী আয়োজনের জন্য প্রধান শিক্ষক প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশকে ধন্যবাদ জানান।

plan international nikli4

plan international nikli4

Similar Posts

error: Content is protected !!