মিঠামইনে মেম্বার প্রার্থীকে কুপিয়েছে তার প্রতিপক্ষ

কিশোরগঞ্জ সংবাদদাতা ।।
পঞ্চম ধাপে শনিবার ২৮ মে কিশোরগঞ্জের অষ্টগ্রামে ৮টি ও মিঠামইনে ৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। কয়েকটি ইউনিয়নে সংঘর্ষ ও ভোটগ্রহণ স্থগিতের ঘটনা ঘটেছে। মিঠামইন উপজেলার কেওয়ারজোর ইউনিয়নের কাঞ্চনপুর হাওর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে দুপুরের দিকে ৯ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. খলিল মিয়ার (ফুটবল প্রতীক) লোকদের হামলায় অপর মেম্বার প্রার্থী মো. জসিমউদ্দিন ভূঞা (মোরগ প্রতীক) মারাত্মক আহত হয়েছেন। তার মাথা ও পিঠে কোপানো হয়েছে। মুমূর্ষু অবস্থায় তাকে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে সেখান থেকে জেলা সদরের জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তবে পুলিশ, র‌্যাব ও বিজিবি মোতায়েন থাকায় এই কেন্দ্রে ভোটগ্রহণ স্বাভাবিকভাবে শেষ হয়েছে। রিটার্নিং অফিসার মোতাবেল হোসেন এ তথ্য জানিয়েছেন।

এ দিকে সকাল ১১টার দিকে মিঠামইনের ঘাগড়া ইউনিয়নের চমকপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রের বাইরে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী মোসলেহ উদ্দিন ও চশমা প্রতীকের আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বোরহানউদ্দিন চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হলে প্রায় আধা ঘন্টা ভোটগ্রহণ স্থগিত থাকে। সংঘর্ষে রহমান উল্লাহ (২০) নামে এক যুবক আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় রিপন (৩৫) নামে হত্যা মামলার এক আসামিকে আটক করা হয়। পরে তাকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।

মিঠামইন সদর ইউনিয়নের কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে কিছুক্ষণ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সকাল থেকেই নির্বাচনী এলাকাসহ সারা জেলায় থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। ফলে প্রতিটি ভোট কেন্দ্রেই ভোটার উপস্থিতি বিঘ্নিত হচ্ছিল।

 

মিঠামইন ও অষ্টগ্রামের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল

মিঠামইনে আওয়ামীলীগ ৪, স্বতন্ত্র ৩টিতে জয়ী

অষ্টগ্রাম উপজেলায় আওয়ামীলীগ ৬, স্বতন্ত্র ২টিতে জয়ী

Similar Posts

error: Content is protected !!