নিজস্ব প্রতিবেদক ।।
উত্তর দামপাড়া খেলার মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় রোববার ২৯ মে। প্রতিদ্বন্দ্বী দলগুলো হলো উত্তর দামপাড়া একাদশ ও উরদিঘী একাদশ। খেলায় মাঠের নৈপুণ্যে দামপাড়া একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে উরদিঘী একাদশ।
ফুটবল টুর্নামেন্টের ফাইনালে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় নির্ধারিত সময়ের মধ্যে কোনো দলই গোল করতে পারেনি। ফলাফল নির্ধারণের জন্য টাইব্রেকারে গড়ায়। সমানতালে চলতে থাকা দুই দলের খেলোয়াড়দের ভাগ্য নির্ধারণী টাইব্রেকারে সমর্থকদের নিরাশ করেন দামপাড়া একাদশের খেলোয়াড়রা। নির্ধারিত ৫টি শটের ৩টিই লক্ষ্যভ্রষ্ট হয় তাদের। তাদের বল জালের দেখা পায় কেবল ২ বার। সেই সুযোগে উরদিঘী একাদশের খেলোয়াড়রা নির্ধারিত ৫টি শটের ৩টিই প্রতিপক্ষের জালে পাঠিয়ে জয় সুনিশ্চিত করেন। ফলাফল উরদিঘী একাদশ টাইব্রেকারে ৩-২ গোলের ব্যবধানে জয়ী। উল্লাসে ফেটে পড়ে উত্তর দামপাড়া ফুটবল খেলার মাঠ। দর্শক উপচেপড়া মাঠে চারদিকে উরদিঘী একাদশের জয়ধ্বনি ভাসতে থাকে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন নিকলী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কারার সাইফুল ইসলাম। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইসহাক ভূঞা, দামপাড়া ইউনিয়ণ আওয়ামীলীগের সভাপতি আলী আকবর, দামপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবু তাহের প্রমুখ। খেলাশেষে অংশগ্রহণকারী দলের মাঝে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।