কিশোরগঞ্জ জেলার সেরা সাঁতারু হলেন যারা

swimmer nikli kishoreganj

বিশেষ প্রতিনিধি ।।

সাঁতারকে এগিয়ে নেয়ার জন্য বাংলাদেশ সুইমিং ফেডারেশন কর্মসূচি গ্রহণ করেছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেয়ার জন্য বাংলাদেশ সুইমিং ফেডারেশনের তত্ত্বাবধানে দেশের “সেরা সাতারুর খোঁজে বাংলাদেশ” শীর্ষক কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এ কর্মসূচিতে বাংলাদেশের ৬৪ জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান সেরা সাঁতারু খুঁজে বের করা হবে। এরই ধারাবাহিকতায় ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলায় অনুষ্ঠিত হয়ে গেলো বাছাই প্রক্রিয়া। পূর্ব নির্ধারিত ২৮ মে জেলা শহরে খরমপট্টিস্থ সরকারি পুকুরে অনুষ্ঠিত বাছাইয়ে বিভিন্ন গ্রুপে নির্বাচিত হয় ৩৫ জন সাঁতারু। এর মধ্যে ২৮ জনই নিকলী উপজেলার।

swimmer nikli kishoreganj

বয়সভিত্তিক ৪টি গ্রুপে (১৮ বছর ও তদূর্ধ্ব, ১৫–১৭ বছর, ১৩–১৫ বছর এবং ১১–১২ বছর) বালক–বালিকা বাছাই করা হয়। প্রতিটি গ্রুপেই প্রত্যাশিত দাপুটে প্রতিদ্বন্দ্বিতা প্রদর্শন করে নিকলীর সাঁতারুরা। তারা ছিনিয়ে আনে বাছাইকৃত ৩৫ নামের তালিকার ২৮টিই। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিল্লুর রহমান। বক্তব্য রাখেন বাংলাদেশ নৌ বাহিনীর কমান্ডার এস এম মাহমুদুর রহমান (পিএসসিবিএস), লেঃ কমান্ডার নাঈমুল হাসান, লেঃ নাহিদ হাসান, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সহ-সভাপতি লায়লা বেগম নূর। আরো উপস্থিত ছিলেন কৃতি সাঁতারু নিকলী সুইমিং ক্লাবের সভাপতি আবুল হাশেম, ভাটিবাংলা সুইমিং ক্লাবের সভাপতি আবদুল কাদির, ভাটিবাংলা সুইমিং ক্লাবের সাধারণ সম্পাদক কারার দিদারুল মনির তোফায়েল ও একই ক্লাবের সাঁতারের কোচ আবদুল জলিল প্রমুখ। জেলার বিভিন্ন উপজেলা থেকে ১৭৬ জন ছেলে ও ১২ জন মেয়ে অংশগ্রহণ করে। এতে ২৯জন ছেলে ও ৬ জন মেয়ে সেরা সাঁতারু নির্বাচিত হয়। এর মাঝে সর্বোচ্চ সেরা নির্বাচিত ভাটিবাংলা সুইমিংক্লাব থেকে ১৬ জন ছেলে ও ৩জন মেয়েসহ মোট ১৯ জন। নিকলী সুইমিং ক্লাব থেকে দ্বিতীয় সর্বোচ্চ নির্বাচিত হন ৯ জন সাঁতারু। নিকলী উপজেলার এই দুই সাঁতার প্রশিক্ষণ প্রদানকারী ক্লাব থেকে উল্লিখিত সংখ্যক ২৮ জন সাঁতারু নির্বাচিত হন।

swimmer nikli kishoreganj

নির্বাচিত হওয়া ভাটিবাংলা সুইমিং ক্লাবের ১৯ সাঁতারু হলেন
জয় (১১ হতে ১২ বছর, ফ্রি স্টাইল, ১ম); তালেব (১১ হতে ১২ বছর, ফ্রি স্টাইল, ২য়); ইসলাম (১৩ হতে ১৪ বছর, বাট্রারফ্লাই, ১ম); আজিজুল (১৩ হতে ১৪ বছর, বাট্রারফ্লাই, ২য়); বাপ্পি (১৩ হতে ১৪ বছর, ফ্রি স্টাইল, ১ম); দিপু (১১ হতে ১২ বছর, ব্রেস্ট স্ট্রোক, ২য়); নূর নবী (১৫ হতে ১৭ বছর, ফ্রি স্টাইল, ১ম); সজিব (১৫ থেকে ১৭ বছর, ব্রেস্ট স্ট্রোক, ১ম); মাউন (১৫ থেকে ১৭ বছর, ব্যাক স্ট্রোক, ১ম); সুজন (১৮ থেকে ২০ বছর, বাটারফ্লাই, ১ম); হান্নান (১৮ থেকে ২০ বছর, ফ্রি স্টাইল, ২য়); হিমেল (১৫ থেকে ১৭ বছর, বাটার ফ্লাই, ১ম); সানী (১৮ হতে ২০ বছর, ব্রেস্ট স্ট্রোক, ২য়); জহিরুল (১১ থেকে ১২ বছর, ফ্রি স্টাইল, ১ম); ইমন (১১ থেকে ১২ বছর, ফ্রি স্টাইল, ১ম); মিম আক্তার (১৩ থেকে ১৪ বছর, ফ্রি স্টাইল, ১ম); সঙ্গী (১৫ থেকে ১৭ বছর, ফ্রি স্টাইল, ১ম); রিয়া (১১ থেকে ১২ বছর, ফ্রি স্টাইল, ১ম); আঁখি (১৩ থেকে ১৪ বছর, ব্যাক স্ট্রোক, ১ম)।

swimmer nikli kishoreganj

swimmer nikli kishoreganj

swimmer nikli kishoreganj

Similar Posts

error: Content is protected !!