মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) সংবাদদাতা ।।
বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে গত শনিবার ২৮ মে লাখাইর ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে ৪৩জন চেয়ারম্যান পদে, ২৭০জন সাধারণ সদস্য পদে ও ৬৩জন সংরক্ষিত মহিলা সদস্য ভোট যুদ্ধে অবতীর্ণ হন। বৈরী আবহাওয়া সেই সাথে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে নারী-পুরুষ ভোটারগণ সকাল ৮টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে বিপুল আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা পরিলক্ষিত হয় সর্বত্র। উপজেলার ৬টি ইউনিয়নে দলীয় প্রতীক ছাড়াও দলের মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থীদের জয় ছিল এলাকা জুড়ে আলোচনার বিষয়বস্তু।
এ দিকে শনিবার দিবাগত রাত ২টা ১৫ মিনিটে লাখাই উপজেলা নির্বাচনী কন্টোল রুম থেকে প্রকাশিত ফলাফল অনুযায়ী ৬টি ইউনিয়ন পরিষদের মধ্যে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন ২জন এবং বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন একজন।
প্রকাশিত ফলাফল অনুযায়ী ১নং লাখাই ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে বিএনপি মনোনীত আরিফুল ইসলাম রুপন ধানের শীষ প্রতীকে ৫হাজার ৫শত ১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমগীর মাহফুজ তালুকদার নৌকা প্রতীকে ৫হাজার ৩শত ৪৮ ভোট পান। ২নং মুড়াকরিতে স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম মোল্লা মোটর সাইকেল প্রতীকে ৩৯৬৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন চশমা প্রতীকে ৩হাজার ৪শত ৮৩ ভোট। ৩নং মুড়িয়াউক ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম মলাই আনারস প্রতীকে ৪হাজার ৯শত ৬০ ভোটে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মাসুক মিয়া পেয়েছেন চশমা প্রতীকে ৩হাজার ৮২ ভোট। ৪নং বামৈ ইউপিতে স্বতন্ত্র প্রার্থী এনামুল হক মামুন টেবিল ফ্যান প্রতীকে পেয়েছেন ২হাজার ৭২ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ফারুক আহম্মদ পেয়েছেন ২হাজার ৬ ভোট। ৫নং করাব ইউপিতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ইঞ্জিঃ আব্দুল হাই কামাল নৌকা প্রতীকে পেয়েছেন ৪হাজার ৩শত ২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বাদশা মিয়া মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৩হাজার ৫শত ৭৬ ভোট। ৬ নং বুল্লা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত শেখ মুক্তার হোসেন বেনু নৌকা প্রতীকে পেয়েছেন ৩হাজার ৫শত ১৪ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ টিপু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১হাজার ৬শত ৯৪ ভোট।