নিকলীতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

ziaur rahman death anniversary

নিজস্ব প্রতিবেদক ।।
নিকলীতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। আয়োজনে ছিলো জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল ও উপজেলা মৎস্যজীবী দল। রোববার ৩০ মে বিকালে মোহরকোনা স্কুল মাঠের অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উপজেলা সভাপতি মোহাম্মদ আলী ভূঁইয়া। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. কফিল উদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাপস সাহা অপু, বিএনপি নেতা হারুন আল কাইয়ুম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হেলিম তালুকদার, নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ কলেজের প্রভাষক জামরুল ইসলাম প্রমুখ।

ziaur rahman death anniversary

আলোচনা সভায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রপরিচালনা ও তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন প্রধান অতিথি ডা. কফিল উদ্দিন আহমেদসহ উপস্থিত দলের অন্যান্য নেতা-কর্মীরা। মিলাদ মাহফিলে উপজেলা বিএনপির অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির কোনো কার্যক্রম না থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিকলীর অনেক দলীয় নেতাকর্মীদের ওয়ালে ক্ষোভ ও হতাশাব্যঞ্জক পোস্ট দিতে দেখা যায়।

Similar Posts

error: Content is protected !!