নিজস্ব প্রতিবেদক ।।
নিকলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত কারার রইছ উদ্দিন আহমেদের স্ত্রী শামসুন্নাহার বেগম বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে আজ ৩১ মে সকাল ৮টা ১০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজিউন। তিনি এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। অদ্য বাদ আছর নিকলী ঈদগাহ মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে এবং দরগাহবাড়ি কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে আমাদের নিকলী ডটকম শোক প্রকাশ করছে। সেই সাথে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।