নিজস্ব সংবাদদাতা ।।
মিঠামইনে নির্বাচনী দায়িত্ব পালন শেষে নিকলী ফেরার পথে ট্রলারডুবিতে নিহত ৫ পরিবারকে আইজিপি এ.কে.এম শহিদুল হক বি.পি.এম পিপিএিম-এর পক্ষ থেকে আর্থিক অনুদান দিয়েছে কিশোরগঞ্জ জেলা পুলিশ। প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা করে মোট আড়াই লাখ টাকা অনুদানের অর্থ মঙ্গলবার ৩১ মে দুপুরে কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে নিহতদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের কাছে অনুদানের অর্থ তুলে দেয়ার সময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান, এএসপি সৈয়দ আবু সায়েম, এসএম মুস্তাইন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশারফ হোসেন, জেলা আনসার কমান্ডার মো. আমজাদ হোসেনসহ জেলা পুলিশের কর্মকর্তা এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ।
প্রসঙ্গত, ২৮ মে মিঠামইনের ইউপি নির্বাচনে দায়িত্ব পালনশেষে নিকলী ফেরার পথে নৌ-দুর্ঘটনায় ছাবিনা, বিউটি রানী, হোসনা, মোমেনা বেগম, আম্বিয়া বেগম নামে ৫ মহিলা আনসার সদস্য নিহত হন।