পিরিজপুরে অবহিতকরণ ও সম্পৃক্তকরণে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

pirijpur naree meeting

মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।
বর্তমান সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনার বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং সম্পৃক্তকরণের লক্ষ্যে ২ জুন বৃহস্পতিবার সকালে বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নে মহিলা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জ জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় পিরিজপুর ইউনিয়নের ৫২নং ডুয়াইগাঁও সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মো. তমিজ উদ্দিন আহম্মেদ-এর সভাপতিত্বে আয়োজিত মহিলা সমাবেশ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকতা শহিদুল ইসলাম, পিরিজপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জাফর ইকবাল জুয়েল, অধ্যাপক মো. ইসমাঈল প্রমুখ।
pirijpur naree meeting
মহিলা সমাবেশ ও আলোচনা সভায় বক্তারা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ২০০৯ সাল থেকে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা অর্জনে দ্রুত বেগে চলতে শুরু করেছে। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবে বাংলাদেশ। ইতিমধ্যে নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। দারিদ্র্য বিমোচন এবং শিশু ও মাতৃমৃত্যুর হারসহ বিভিন্ন ক্ষেত্রে সহশ্রাব্দ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। ১ জানুয়ারি প্রত্যেক প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে ছাত্র-ছাত্রীদের হাতে সরকার নতুন বই পৌঁছে দিচ্ছে। বাংলাদেশ এখন খাদ্য উদ্বৃত্ত্বের দেশ।

এছাড়াও বক্তারা মাদক, বাল্য বিবাহ, যৌতুক ও যৌন হয়রানিকে না বলার এবং উন্নয়ন প্রক্রিয়ায় জনগণকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। সমাবেশে বিপুলসংখ্যক মহিলাসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Similar Posts

error: Content is protected !!