নিকলীতে স্বাস্থ্যভ্যাস উন্নয়ন বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

plan international child teach

নিজস্ব সংবাদদাতা ।।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর উদ্যোগে নিকলী উপজেলার কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে দুই দিনব্যাপী “চাইল্ড টু চাইল্ড পদ্ধতিতে স্বাস্থ্যাভ্যাস উন্নয়ন” বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে ও ১ জুন ২০১৬ তারিখ আয়োজিত অনুষ্ঠানে নিকলী সদর ও কারপাশা ইউনিয়নের ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেক প্রতিষ্ঠান থেকে প্রধান শিক্ষক ও একজন সহকারী শিক্ষক এ প্রশিক্ষণে অংশ নেন।
plan international child teach
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ এমদাদুল হক ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোঃ শাহীন আলম। প্রশিক্ষণে মূল সহায়কের ভূমিকায় ছিলেন ওয়াশ কো-অর্ডিনেটর (প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ নিকলী উপজেলা) মো: ইকবাল হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, স্বাস্থ্যভ্যাস পরিচর্যার বিষয়টি ছোটবেলা থেকেই যদি শিশুদেরকে অভ্যস্ত করানো যায়, তাহলে তারা সুস্থ্য, সুন্দর ও মেধাবী হয়ে গড়ে উঠে। পাশাপাশি তারা বড়দেরকেও এ ব্যাপারে প্রভাবিত করতে পারে। তাই চাইল্ড টু চাইল্ড অ্যাপ্রোচ তথা শিশু থেকে শিশু পদ্ধতির মাধ্যমে স্বাস্থ্যভ্যাস উন্নয়নের এ কার্যক্রমটি খুবই ফলপ্রসু বলে আমি করি।
plan international child teach
প্রশিক্ষণে চাইল্ড টু চাইল্ড পদ্ধতিতে বিদ্যালয় এবং ক্যাচমেন্ট এলাকায় উন্নত স্যানিটেশন, নিরাপদ পানি, স্বাস্থ্যভ্যাস ও বর্জ্য ব্যবস্থার বিষয়ে কিভাবে গণসচেতনতা তৈরি করা যায়, তা থিওরিক্যাল আলোচনা ও বাস্তব অনুশীলন করা হয়। তাছাড়া জাতিসংঘ শিশু অধিকার সনদ ও তদনুযায়ী শিশুদের ন্যায্য অধিকার, বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে শিক্ষাদানের গুরুত্ব প্রভৃতি বিষয়েও আলোচিত হয়। পর্যায়ক্রমে নিকলী উপজেলার সকল বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে অনুরূপ প্রশিক্ষণের আয়োজন করা হবে বলে প্ল্যান-এর কো-অর্ডিনেটর অবহিত করেন।

Similar Posts

error: Content is protected !!