নিজস্ব সংবাদদাতা ।।
নিকলী সদর ইউনিয়নের ষাইটধারে শুরু হয়েছে পারভেজ-রনি-রাজন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। ষাইটধার বয়েজ গ্রুপ-এর আয়োজনে ফুটবল টুর্নামেন্টে ১ জুন থেকে ৪ জুন পর্যন্ত প্রথম রাউন্ডের খেলা চলবে।
৩ জুন শুক্রবার প্রথম রাউন্ডের তৃতীয় খেলায় বিকাল সোয়া ৫টার ম্যাচে মুখোমুখি হয় সুজন ও লালুর দল। চমৎকার নৈপুণ্য দেখিয়ে লালুর দল ২-০ গোলে জয়ী হয়। খেলার প্রথমার্ধেই লালুর দল প্রতিপক্ষের জালে দুইবার বল পাঠিয়ে খেলার ফলাফল নিশ্চিত করে নেয়। দলের পক্ষে একটি করে গোল করেন খাইরুল ও ইমন। খেলা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও সুজনের দল কোনো গোল করতে পারেনি। ষাইটধার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলা অনুষ্ঠিত হয়। মাঠটি আকারে ছোট হওয়ায় প্রতি দলে ৭ জন করে খেলোয়াড় ছিলো। একজন করে অতিরিক্ত খেলোয়াড় ছিলেন।
এদিনের খেলা পরিচালনায় ছিলেন ওয়াসিমুজ্জামান সজিব, শফিকুল ইসলাম ও রেজুয়ান।
প্রথম রাউন্ডের শেষ খেলায় মুখোমুখি হবে মিঠুন ও ম্যানেজারের দল।