লাখাই (হবিগঞ্জ) সংবাদদাতা ।।
অনলাইন নিউজ পোর্টাল আমাদের নিকলী ডটকম-এর লাখাই প্রতিনিধি মহসিন সাদেকের পিতার কুলখানি ও মিলাদ মাহফিল শুক্রবার ৩ জুন লাখাই উপজেলাস্থ স্থানীয় বুল্লায় নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার সহস্রাধিক মুসল্লি, সাংবাদিক, ব্যবসায়ী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। বিকালে বুল্লা জামে মসজিদে মরহুমের স্মৃতিচারণ করেন সামসুল আলম সমসু। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন লাখাই রিপোটার্স ইউনিটির সভাপতি বাহার উদ্দিন, দেশজামিন প্রতিনিধি মহিউদ্দিন রিপন, আদর্শ সাহিত্য পাঠাগার সভাপতি তাফাজ্জুল হক, জনকন্ঠ হবিগঞ্জ প্রতিনিধি রফিকুল হাসান তুহিন, ভোরের ডাক প্রতিনিধি এমএ ওয়াহেদ, ভোরের কাগজ প্রতিনিধি বিল্লাল আহম্মদ, আমারদেশ প্রতিনিধি রফিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়াম্যান মজনু চৌধুরী, এডভোকেট সালেহ আহম্মদ, দুদক সভাপতি প্রফেসার শফিকুল ইসলাম জজ মিয়া, সাধারণ সম্পাদক লিয়াকত আলীসহ এলাকার চিকিৎসকবৃন্দ। অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া পরিচালনা করেন বুল্লা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা অলিউর রহমান।
উল্লেখ্য, সাংবাদিক মহসিন সাদেকের পিতা ডাঃ ছাআদত আলী বিগত ১৫ মে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। বর্ণাঢ্য জীবনের অধিকারী ডাঃ ছাআদত আলী শিক্ষকতার মাধ্যমে পেশাজীবন শুরু করলেও একসময় জনপ্রতিনিধিত্ব পরে উপমহাদেশের শ্রেষ্ঠ হোমিও বিজ্ঞানী ডাঃ চন্ডিপদ চক্রবর্তীর সংস্পর্শ চলে যান এবং প্রধান সহকারী হিসাবে দীর্ঘদিন অতিবাহিত করেন। পরে প্রত্যন্ত জনপদ লাখাইয়ে সুদীর্ঘ ৫৬ বছর হোমিও সেবা প্রদান করে আসছিলেন।