আমাদের নিকলী ডেস্ক ।।
ব্যবধান মাত্র এক ভোট। ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এমনই রোমাঞ্চকর নির্বাচনী ফলাফল দেখলো ইটনার বড়িবাড়ি ইউনিয়নের ভোটারেরা।
এই ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন চারজন। এর মধ্যে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আবদুর রউফ ভূইয়া চশমা প্রতীকে লড়েছেন দল মনোনীত প্রার্থীদের সাথে। তিনি ২ হাজার ৩ ভোট পেয়ে আগামী ৫ বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পান ২ হাজার ২ ভোট। এলাকায় এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এমন ছুঁই ছুঁই ফলাফলে আবদুর রউফ ভূইয়ার কর্মী-সমর্থকরা আনন্দে আত্মহারা। মিছিলে মিছিলে আনন্দ বিলিয়ে বেড়াচ্ছেন গ্রামময়।
রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন ইটনা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুস সালাম। তিনি বলেন, এখানে চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বী ছিলেন। আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আবদুর রউফ ভূইয়া এক ভোটের ব্যবধানে জয়ী হন। মাত্র এক ভোটের ব্যবধান দেখে নির্বাচন পরিচালনার দায়িত্বে থেকে আমরাও আশ্চর্য হয়েছি। তাই নিশ্চিত হবার জন্য একাধিকবার গণণা করতে হয়েছে।
উল্লেখ্য, সারাদেশে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনের সর্বশেষ ধাপে ৪ জুন কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। ৯টি ইউনিয়নে আওয়ামীলীগ ৩টি, বিএনপি ৩টি ও স্বতন্ত্র ৩টিতে বিজয়ী হন।