বিদেশগামী কর্মীদের বাধ্যতামূলক বীমার আওতায় আনার সুপারিশ

probashi kollan bima

আমাদের নিকলী ডেস্ক ।।
বিদেশে যে সকল কর্মী যাবে তাদেরকে বাধ্যতামূলকভাবে বীমার আওতায় আনার সুপারিশ করা হয়েছে। এছাড়া দেশের ভেতরে হাসপাতাল, স্কুল, কলেজ ও আইনী সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রবাসী কর্মীদের অগ্রাধিকার প্রদানের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। বাসস

দশম জাতীয় সংসদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১২তম বৈঠকে এই সুপারিশ করা হয়। সংসদ ভবনে বৃহস্পতিবার ৯ জুন অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। কমিটির সদস্য হুইপ মো. শাহাব উদ্দিন, মন্নুজান সুফিয়ান, মো. ইসরাফিল আলম, মাহফুজুর রহমান এবং মো. আয়েন উদ্দিন বৈঠকে অংশগ্রহণ করেন। বিশেষ আমন্ত্রণে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি বৈঠকে যোগদান করেন।

বৈঠকে বহির্বিশ্বে অবৈধভাবে অবস্থানকারী বাংলাদেশী অভিবাসীদের বৈধকরণ প্রক্রিয়া, সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া ও থাইল্যান্ডে বাংলাদেশী জনশক্তি প্রেরণের বিষয়টি নিরুৎসাহিত করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

কমিটিকে জানানো হয়, নিরাপদ অভিবাসন ও মানব পাচার রোধকল্পে মন্ত্রণালয়ের নেতৃত্বে গঠিত ২৩ সদস্য বিশিষ্ট আন্তঃমন্ত্রণালয় ভিজিলেন্স টাস্কফোর্স দুর্নীতিগ্রস্ত রিক্রুটিং এজেন্সি, মধ্যস্বত্বভোগী, ট্রাভেল এজেন্সি, হজ এবং ওমরা এজেন্সির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রবাসী কর্মীদের বিমানবন্দরে হয়রানি বন্ধ এবং তাদেরকে আর্নার্স কার্ড প্রদান করার বিষয়ে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

৪০টি টিটিসি সেন্টারের নির্মাণের জন্য জমি অধিগ্রহণসহ সকল কাজ দ্রুত সম্পন্ন করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, জনশক্তি, কর্মসংস্থান ব্যুরোর মহাপারিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন। জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার ৯ জুন একথা বলা হয়।

Similar Posts

error: Content is protected !!