লাখাই (হবিগঞ্জ) সংবাদদাতা ।।
লাখাই থানা সাব-ইন্সেপক্টর বাবুল সিং (৪৫) সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভার্তি করা হয়েছে।
লাখাই থেকে মোটর সাইকেলে হবিগঞ্জ যাওয়ার পথে হবিগঞ্জ লাখাই সড়কের রিচির অদূরে তিনি দুর্ঘটনায় পতিত হন এবং আহত অবস্থায় রাস্তায় পড়ে তাকেন। তাৎক্ষণিক একই পথে কলেজছাত্র বাধন হবিগঞ্জ থেকে লাখাই এবং আমাদের নিকলী ডটকম-এর লাখাই প্রতিনিধি মহসিন সাদেক লাখাই থেকে হবিগঞ্জ যাওয়ার পথে উল্লিখিত স্থানে পৌছলে সাব-ইন্সপেক্টর বাবুল সিংকে রাস্তায় পড়ে থাকতে দেখলে মারাত্মক আহত অবস্থায় দ্রুত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং উন্নত চিকিৎসার্থে সিলেট প্রেরণের নির্দেশ প্রদান করেন।