মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।
বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তেল বোঝাই ট্যাঙ্কলরির সাথে সিনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত ও অন্তত ৬জন আহত হয়েছেন। ব্যস্ততম মহাসড়কে শুক্রবার ১০ জুন দুপুরে পিরিজপুর ইউনিয়নের দক্ষিণ পিরিজপুর নামক স্থানে হাজী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান অটোর যাত্রী মহুয়া নামের এক মেয়ে এবং আহত হন অটোর ড্রাইভারসহ ৪জন এবং ১জন পথচারী।
আহতরা হলেন নাসিমা বেগম (মহুয়ার মা), রাখাল মিয়া, হালিমা বেগম, জহুরুল ইসলাম, শাহিন মিয়া ও পথচারী হিরো মিয়া।
এলাকাবাসী জানান, শুক্রবার দুপুরের দিকে ট্যাঙ্কলরির সাথে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয় এবং এ হতাহতের ঘটনা ঘটে। পরে আহতদের ভাগলপুর ২৫০ শষ্যাবিশিষ্ট জহুরুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মহুয়ার বাড়ি নরসিংদী জেলার রায়পুর উপজেলার বোয়ালমারা গ্রামে।