কিশোরগঞ্জ সংবাদদাতা ।।
কিশোরগঞ্জে ইমরান হোসেন (৫০) ও মো. আবদুল কাহহার (৩৪) নামে জামায়াতের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ৯ জুন রাতে পুলিশের ‘বিশেষ’ অভিযানের সময় জেলা শহরের বত্রিশ এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের মধ্যে ইমরান হোসেন কিশোরগঞ্জ শহরের বত্রিশ মেলাবাজার এলাকার মৃত আবদুল হাকিমের ছেলে ও পৌরসভার ৯নং ওয়ার্ড জামায়াতের সাথে সংশ্লিষ্ট। মো: আবদুল কাহহার কটিয়াদী উপজেলার বনগ্রামের মৃত আবদুল হাই-এর ছেলে ও কটিয়াদী উপজেলা জামায়াতের কর্মী বলে জানা গেছে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, গত ২২ মার্চ অনুষ্ঠিত সদর উপজেলার ইউপি নির্বাচনে চৌদ্দশত ইউনিয়নে নাশকতার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় ইমরান হোসেন ও মো. আবদুল কাহহারকে গ্রেফতার দেখানো হয়েছে। শুক্রবার দুপুরে দু’জনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।