ইটনায় বিএনপি নেতার নিখোঁজ ছেলের লাশ উদ্ধার

dead body

নিজস্ব সংবাদদাতা ।।
ইটনায় তিন দিন আগে নিখোঁজ হওয়া এক বিএনপি নেতার ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত হওয়া ওই ছেলের নাম ফারুক ভূইয়া (৩০)। তিনি উপজেলার রাইটুটি ইউনিয়ন বিএনপি সভাপতি আবদুল আহাদ ভূইয়ার ছেলে।

এলাকাবাসী জানান, ৮ জুন বুধবার দুপুরে ফারুক বাড়ি থেকে বেরিয়ে গেলে আর ফিরে আসেননি। পরিবারের পক্ষ থেকে অনেক খোজাখোজি করেও পাওয়া যায়নি। অবশেষে শুক্রবার ১০ জুন বাদলা ইউনিয়নের থানেশ্বর হাওরে ভাসমান একটি লাশ দেখতে পাওয়া যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করা হয়।

ইটনা থানার উপ-পরিদর্শক এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ময়নাতদন্তের জন্য ফারুকের লাশ কিশোরগন্জ মর্গে পাঠানো হয়েছে।

Similar Posts

error: Content is protected !!