বাঘোপাড়ায় মহাসড়ক চওড়া করতে মাজার ভাঙবে না শ্রমিকরা!

baghopara mohasthan road

জি আর. শিপন, মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।

বগুড়া সদরের বাঘোপাড়া বন্দরে দীর্ঘ অবস্থিত পীর আউলিয়া আল্লামা আবু নাছের (রহ:)-এর মাজার শরীফ। ইতিমধ্যেই সেখানে মহাসড়ক চওড়া করণের কাজ শুরু হয়েছে। রাস্তা খননের মাঝামাঝি অংশে মাজারটি তার মধ্যে পড়ে যায়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মাজারটি পশ্চিম দিকে স্থানান্তর করা হবে।

জানা যায়, এই মাজার ভেঙে রাস্তা বের করতে যে শ্রমিকদের কাজে নেয়া হয়েছে তারাই এ মাজারটি ভাঙতে অপারগতা জানিয়েছে। তাদের সাথে কথা বললে শ্রমিকরা জানায়, পীর ওলী-আউলিয়ার মাজার, আমরা কখনো ভাঙতে পারবো না। এটা ভাঙলে আমাদের বড় ধরনের ক্ষতি হতে পারে। মাটি খননের বুলড্রোজার-এর ড্রাইভারের সাথে কথা বললে তিনিও জানায়, মাজারটি তার পক্ষেও ভাঙ্গা সম্ভব নয়।

baghopara mohasthan road

Similar Posts

error: Content is protected !!