শিবগঞ্জের বিহারে যুব সংহতির আলোচনা ও ইফতার মাহফিল

mohasthan jubo songhoti

জি আর শিপন, মহাস্থান প্রতিনিধি ।।
সোমবার ১৩ জুন বিকালে বগুড়ার শিবগঞ্জে জাতীয় যুব সংহতির উদ্যোগে উপজেলার বিহার ইউনিয়ন কমিটির উদ্যোগে সংসার দিঘী স্থানীয় নেসারুল প্রি-ক্যাডেট কেজি স্কুল মাঠে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে ইউনিয়ন যুব সংহতির আহ্বায়ক শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা যুব সংহতির আহ্বায়ক ও স্থানীয় সংসদ সদস্যের ছেলে হুসাইন শরীফ সঞ্চয়।

mohasthan jubo songhoti

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব সংহতির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী, যুগ্ম আহ্বায়ক ও রায়নগর ইউপি সদস্য সানাউল হক সানা, কিচক ইউনিয়ন যুব সংহতির আহ্বায়ক ডাঃ সাহাবুল ইসলাম, আজাদুল ইসলাম, সানোয়ার হোসেন, ওবাইদুল হক, সানোয়ার ফকির, মোহাম্মাদ আলী, আয়ুব আলী, মেহেদুল ইসলাম, ফারুক ফয়সাল, আবু রায়হান, মিল্লাত হোসেন, জাপা নেতা ওসমান গণিসহ উপজেলার রোজাদার মুসল্লিগণ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন মাওলানা মোঃ মহাসিন আলী।

Similar Posts

error: Content is protected !!