বাজিতপুর সংবাদদাতা।।
বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের বড়হাটী গ্রাম থেকে ১০০ বোতল চোলাই মদসহ নমিতা রানী দাস নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত শনিবার ১১ জুন রাতে নিজ বাড়িতে তাকে চোলাই মদ তৈরি করার সময় হাতেনাতে গ্রেফতার করে বাজিতপুর থানা পুলিশ। গত রোববারে চোলাই মদসহ গ্রেফতার নমিতা রানী দাসকে কিশোরগঞ্জ জেলে প্রেরণ করা হয়েছে। এর আগে রোববার সকালে তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
lkjlkj ljl jlk lkj lkj l