প্লাটুন কুমার দাশগুপ্তের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত

লাখাই (হবিগঞ্জ) সংবাদদাতা ।।
লাখাইয়ে সাংবাদিক প্লাটুন দাশ গুপ্তের ১৭তম মৃত্যুবাষির্কী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার ১৩ জুন উপজেলার স্থানীয় বুল্লা বাজারস্থ লাখাই উপজেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। ইউনিটির সভাপতি বাহার উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিল্লাল আহম্মদের পরিচালনায় বক্তব্য রাখেন সাংবাদিক আশীষ দাশ গুপ্ত, গাজী শাহজান চিশতী, মহসিন সাদেক, মহিউদ্দিন রিপন, তাফাজ্জুল হক, শাহ আমজাদ হোসেন, শাহিনুর রশিদ মোল্লাহ প্রমুখ। বক্তাগণ সাংবাদিক প্লাটুনের স্মৃতিচারণ করে বলেন, প্লাটুন ছিলেন একজন নির্ভিক সাংবাদিক। তার অকাল চলে যাওয়ার শূন্যতা সহজে পূরণীয় নয়।

এদিকে সাংবাদিক প্লাটুনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলীনোয়াজ ও সাবেক সাধারণ সম্পাদক দেবাশীষ আচার্য।

উল্লেখ্য, ১৯৯৯ সালের ১৪ জুন হবিগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় আততায়ীর হাতে নির্মমভাবে নিহত হন সাংবাদিক প্লাটুন দাশ গুপ্ত।

Similar Posts

error: Content is protected !!