বাজিতপুরে গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূর আত্মহত্যা

মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় গলায় ফাঁস লাগিয়ে সাথী নাহা (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। গত ১১ জুন শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সরারচর ইউনিয়নের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। সাথী নাহা কামালপুর গ্রামের বাসিন্দা লিটন নাহার স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, আত্মহত্যার দুই দিন আগে বাপের বাড়ি থেকে এসেছিল সাথী। পারিবারিকভাবে কোনো জের বা ঝগড়া ছাড়াই শনিবার সকালে সাথী ঘরের দরজা লাগিয়ে আত্মহত্যা করে। সাথী নাহার বাড়ি নরসিংদীর ঘোড়াশালে। প্রায় ৩ বছরের বিবাহিত জীবনে তাদের কোনো সন্তান নেই। পারিবারিক কিংবা সাংসারিক জীবনে সাথীর সাথে স্বামী বা শ্বশুড়বাড়ির লোকের কোনো ঝগড়া ছিল না বলে গ্রামবাসী জানান। বিবাহের আগে মুসলিম একটি ছেলের সাথে তার প্রেম সম্পর্ক ছিল।

এদিকে ঘটনার পর বাজিতপুর থানার পুলিশ ঘটনার সত্যতা যাচাই করেছেন। কিশোরগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ পুলিশ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

Similar Posts

error: Content is protected !!