কটিয়াদীতে নসিমন-অটোরিকশা সংঘর্ষে ১জন নিহত

road accident katiadi

আমাদের নিকলী ডেস্ক ।।

নসিমন ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে কটিয়াদীতে আহাম্মদ আলী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। অটোরিকশার অন্য ৩ যাত্রী আহত হয়েছেন। শনিবার ১৮ জুন সকাল সাড়ে ১০টায় কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কটিয়াদী পৌরসভার ভোগপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আহাম্মদ আলী মিঠামইন উপজেলার বাসিন্দা। আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, জেলার চামড়াঘাট থেকে ৫ যাত্রী নিয়ে ওই অটোরিকশাটি ভৈরব যাচ্ছিল। পথে কটিয়াদীর ভোগপাড়ায় বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আহাম্মদ আলীর মৃত্যু হয়।

ঘটনাস্থল থেকে কটিয়াদী থানার উপপরিদর্শক (এসআই) মো. হুমায়ন কবির জানান, স্থানীয়রা অটোরিকশার ৩ আহত যাত্রীকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

সূত্র : বাংলানিউজ

Similar Posts

error: Content is protected !!