মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।
মঙ্গলবার ১৪ জুন লাখাইর বিভিন্ন হাট-বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোবাশ্বের হাসানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালিত হয়। এসময় আদালত ভেজাল ও নকল মানহীন পণ্য বিক্রির দায়ে উপজেলার ভাদিকারা বাজারে সাজু স্টোরকে ৫ হাজার টাকা, ভাই ভাই স্টোরকে ৫ হাজার টাকা, বিসমিল্লাহ স্টোরকে ৫ হাজার টাকা, আঃ রহমান নামে এক ব্যবসায়ীকে ১ হাজার টাকা এবং স্থানীয় বুল্লা বাজারে ব্যবসায়ী মন্টুপালকে ৫ হাজার টাকা, মারুপ স্টোরকে ৫ শত টাকা ও পলাশ স্টোরের নিকট থেকে ৫ টাকা অর্থদণ্ড আদায় করেন। অভিযান পরিচালনাকালে লাখাই থানা এএসআই আতাউর-এর নেতৃত্বে সহায়তা করেন প্রয়োজনসংখ্যক পুলিশ।