নিজস্ব প্রতিবেদক ।।
কিশোরগন্জের নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল ইসলাম (নুরু) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার ২০ জুন সকালে তার নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন। তিনি ইটনা উপজেলার বিএনপি নেতা ছিলেন।
এর আগে সদর ইউনিয়ন পরিষদে তিনি ৩ বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। গত ৪ জুন শেষ হওয়া স্থানীয় সরকার নির্বাচনের শেষ ধাপে তিনি বিপুল ভোটে নির্বাচিত হন। তার মৃত্যুতে ইটনায় সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে পড়ে।
সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ইটনার কৃতি সন্তান এডভোকেট রোকন রেজা শেখ তার মৃত্যুতে এক বিবৃতিতে শোক প্রকাশ করে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কিশোরগন্জ জেলা বিএনপির সভাপতি এডভোকেট ফজলুর রহমান।
মৃত্যু কালে তিনি স্ত্রী ৩ ছেলে ১ মেয়ে আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।