জামিন পেয়েছেন আটককৃত অষ্টগ্রামের জামায়াত নেতা

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।।
সোমবার ২০ জুন দুপুরে অষ্টগ্রাম বড়বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয় অষ্টগ্রাম জামায়াতের এক নেতাকে। গ্রেফতার হওয়া শিব্বির আহমেদ মোহসীন অষ্টগ্রাম তাহেরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে নিয়োজিত আছেন।

অষ্টগ্রামে রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরির সন্দেহে তাকে গ্রেফতার দেখানো হয়।

পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, তিনি সরাসরি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নন।

শিব্বির আহমেদের পারিবারিক সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার ২১ জুন কিশোরগঞ্জ আদালতে তোলা হলে আইনজীবীর মাধ্যমে জামিন চাওয়া হয়। বিজ্ঞ আদালত উভয় পক্ষের আবেদন বিবেচনায় তাকে জামিন প্রদান করেন।

Similar Posts

error: Content is protected !!