নিজেস্ব সংবাদদাতা ।।
বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের কৈকুড়ী গ্রাম নিবাসী মুক্তিযোদ্ধা ও ঐতিহ্যবাহী সরারচর শিবনাথ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটির সদস্য মো. নুরুল আমিন কাঞ্চন মোল্লা ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ২১ জুন মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটে তিনি তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
বুধবার ২২ জুন বিকাল বেলা ৩টায় কৈকুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় মোল্লাবাড়ি পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।
এর আগে বীর মুক্তিযোদ্ধা কাঞ্চন মোল্লার কফিনে শ্রদ্ধা জানায় কিশোরগঞ্জ জেলার মুক্তিযোদ্ধা ইউনিটের প্রতিনিধি দল।
উল্লেখ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মো. নুরুল আমিন কাঞ্চন মোল্লা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং বিগত ২৬ বছর যাবত তিনি অত্যন্ত সুনামের সাথে ঐতিহ্যবাহী সরারচর শিবনাথ বহুমূখি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য পদে দায়িত্ব পালন করছিলেন।
এদিকে তার মৃত্যুর খবর শুনে শিবনাথ পরিবারে শোকের ছায়া নেমে আসে। এক নজর প্রিয় মানুষটিকে দেখতে ছুটে যান তার সহযোদ্ধা, শিক্ষকমণ্ডলী,কর্মকর্তা-কর্মচারী ও প্রাণের শিক্ষার্থীরা। মরহুম মো. নুরুল আমিন কাঞ্চন মোল্লার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সরারচর শিবনাথ বহুমূখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীতা রাণী দত্ত, অনলাইন পত্রিকা সবুজ সংবাদ ও আমাদের নিকলী.কম-এর বাজিতপুর সংবাদদাতা মো: আরিফুল ইসলাম।